হে প্রিয়তমা, সহে না বিরহ ব্যাথা,
খুঁজি তব মৃণাল বাহু, তোমার ওষ্ঠদ্বয়,
খুঁজি তোমার চুম্বনের উষ্ণতা ।
আমার বাহুর মাঝে নিজেকে দাও সঁপি-
শোন মোর হৃদয়ের গান,
নিবিড় বাহুর বন্ধনে সারা রাত্রিব্যাপী।
Translated to Bangla by –Anil Mandal on 21/11/2015 // Copyright © Anil Mandal 2015
Advertisements