ম্যাহেক

ম্যাহেক

কোন সুদুরের ওপার হ’তে

আসবে তুমি মায়ের কোলে,

সেই আশাতে বসে ছিলাম

তোমায় স্বাগত করব বলে।

হঠাৎ সেদিন খবর পেলাম,

হঠাৎ তোমার আগমন,

আমরা হেথায় উল্লসিত

তোমার লাগি আনমন।

লক্ষীবারের প্রভাত বেলায়,

বাইশে এপ্রিলের দিনে,

স্যুইজারল্যান্ডে জন্ম তব,

এমনই এক শুভক্ষনে।

ম্যাহেক নামে জানবে সবাই

হবে তুমি পরিচিত,

“নিষ্ঠা” আর “ম্যাহেক” দিয়ে

করবে জগৎ সুরভিত।

~ দাদামনি

Mehak (Nishtha) is my Grand daughter. This poem was composed by  me with great joy on 28 April 2010, on her arrival on 22nd Apr 2010. Copyright © Anil Mandal 2010 ,   All rights reserved.